Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৫:১৪ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৫:১৪ PM

bdmorning Image Preview


হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে বিপুল পরিমান মাদকসহ আশরাফুল আলম (৪০) নামে এক প্রভাবশালী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩।

সোমবার (৫ নভেম্বর) ভোররাতে মাদক ব্যবসায়ী আশরাফুল আলমের নিজ বাড়িতে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার ও তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী আশরাফুল আলম উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের অছির উদ্দিনের ছেলে।

এ সময় ৩৯ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ৪৯৫টি প্যাথেডিন ইঞ্জেকশন, ৪৩২ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (জেসিও) শহিদুল ইসলাম বাদি হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পাচার আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫ তারিখ ৫/১১/২০১৮।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুলতান মাহমুদ বলেন, র‌্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর তিনটায় সীমান্ত এলাকা পশ্চিম রামচন্দ্রপুর ধৃত আশরাফুল আলমের বাড়িতে অভিযান চালায়।

তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুলতান মাহমুদ আরো বলেন, আশরাফুর আলম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ দিকে এলাকাবাসীরা জানায়- আশরাফুল আলমের ফুলবাড়ী পৌর শহরের মন্ত্রী মার্কেটে আলো গার্মেন্ট নামে একটি পেষাকের দোকান রয়েছে। এই পেষাকের ব্যবসার আড়াতে সে দীর্ঘদিন থেকে মাদকের রমরমা ব্যবস্যা করলেও কেউ তাকে ধরতে পারেনি।

Bootstrap Image Preview