Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি 
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৫:১৬ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৫:১৭ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ীতে ২দিন ব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলার দেওপাড়া, গোগ্রাম ও মোহনপুর ইউনিয়নে ৩০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন সমূহ এ আয়োজন করে।

আজ রবিবার সিসিবিভিও’র  নির্বাহী প্রধান মো: সারওয়ার-ই-কামাল জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে শুভ উদ্বোধন করেন। দুইদিন ব্যাপী এই সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ব্রেড ফর দি ওয়ার্ল্ড- জার্মানী’র অর্থায়নে ও সিসিবিভিও’র সহযোগিতায় গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের  গুণিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানের প্রথম দিন রবিবার পুকুরে হাঁস ধরা ও তীর-ধনুক নিক্ষেপ প্রতিযোগিতা দিয়ে শুরু হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা।এছাড়াও প্রথম দিনের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয় ছিল বিয়ের গীত ও নৃত্য। এতে অংশগ্রহণ করেন ৩০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সাংস্কৃতিক দলের ৫৬০ জন নারী, পুরুষ ও শিশু। 

 সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দ্বিতীয় দিন সোমবার তারিখে জনজাতিভিত্তিক কারাম গীত ও নৃত্য, দাশাই, আম লবান ও ঝুমুর  প্রতিযোগিতায় ৩০ টি রক্ষাগোলা সাংস্কৃতিক দলের ৫৬০ জন নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করবেন।

২দিন ব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী পর্বের উদ্বোধক সিসিবিভিও’র নির্বাহী প্রধান বলেন “রক্ষাগোলা খাদ্য নিরাপত্তার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের অধিকারসমূহ অর্জন এবং নিজস্ব সংস্কৃতি সংরক্ষণ ও সম্প্রসারণের কাজ করে যাচ্ছে। তাদের রাজনৈতিক ক্ষমতায়ন ও সমাজে সম্পৃতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আশাবাদী সংগঠনগুলো আগামিতে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে। তিনি তাদের সংগঠিত হয়ে আরো শক্তিসালী হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিসিবিভিও-এর সহ-সাধারণ সম্পাদক মনিরা রহমান মিঠি, ৩০টি রক্ষাগোলার সভাপতি শ্রী প্রসেন এক্কা, প্রধান শিক্ষক মো: শরিফুল ইসলাম, গোদাগাড়ী দিঘরী রাজা পরিষদের রাজা শ্রী নিরেন খালকো প্রমুখ।

এছাড়া ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৮ সফলভাবে সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন সিসিবিভিও-এর মো: আরিফ, মো: মাহাবুব জামান তপন, মো: নিরাবুল ইসলাম, শাহাবুদ্দিন সিহাব ও রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচীর তিনজন তত্ত্বাবধায়ক ও ৩০ টি রক্ষাগোলার ৩০জন সেচ্ছাসেবী সংগঠকসহ রক্ষাগোলা নেতৃবন্দ। 

Bootstrap Image Preview