Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ময়নাতদন্তে রওশন আরার মৃতদেহে কিডনি পায়নি চিকিৎসকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১২:৪০ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১২:৪০ PM

bdmorning Image Preview


চিত্রপরিচালক রফিক সিকদারের মা রওশন আরার মৃতদেহে কিডনির অস্তিত্ব পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত রওশন আরার ময়নাতদন্ত সম্পন্ন হলে সংশ্লিষ্ট চিকিৎসকরা এসব তথ্য জানান।

শনিবার (৩ নভেম্বর) বিকালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ নিয়ে পাবনার উদ্দেশে যাত্রা করে তার পরিবার। আজ সকাল ১০টায় পাবনার কাশিনাথপুরে মরহুমের দাফন সম্পন্ন হবে বলে জানান রফিক সিকদার।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। মেডিকেল বোর্ডের অন্য দুই চিকিৎসক হলেন- ঢামেক হাসপাতালের প্রভাষক প্রদীপ বিশ্বাস ও কবির সোহেল।

ময়নাতদন্ত শেষে ডা. সোহেল মাহমুদ সংবাদমাধ্যমকে জানান, মৃত ব্যক্তির শরীরে কোনো কিডনির অস্তিত্ব পাওয়া যায়নি। মৃতের শরীরে কয়েকটি ও মাথায় ২টি টিউমারের অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে অধিকতর পরীক্ষার জন্য মৃতদেহ থেকে রক্ত, মস্তিষ্কের কিছু অংশ সংগ্রহ করা হয়েছে। এগুলো হিস্টো প্যাথোলজি বিভাগে পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট এলে তারপরই মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রওশন আরার। তিনি ২৫ সেপ্টেম্বর থেকে আইসিইউতে ছিলেন।

এর আগে বিএসএমএমইউর ইউরোলজি বিভাগে অপারেশনের মাধ্যমে তার কিডনি অপসারণ করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা রওশন আরার সন্তান চিত্রপরিচালক রফিক সিকদারকে জানান, তার শরীর কোনো কিডনি নেই।

এই ঘটনায় রফিক সিকদার বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালের বিরুদ্ধে একটি কিডনি কাটার পরিবর্তে দুটি কিডনি কেটে ফেলার অভিযোগ করেন।

এ প্রসঙ্গে রফিক সিকদার গণমাধ্যমকে বলেন, এ বিষয়টি নিয়ে ইতিমধ্যে উচ্চ আদালতে একটি রিট ও শাহবাগ থানায় জিডি করা হয়েছে।

Bootstrap Image Preview