Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবের ১০টি দাবির মধ্যে ৯টি দাবি পূরণ করা হয়েছে: পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১২:২১ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১২:২১ PM

bdmorning Image Preview


রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

ভৈরবের জনগণের কোন ক্ষতি হোক এমন কোন কিছু হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন, বি.সি.বি সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল শনিবার সন্ধ্যায় কুলিয়ারচরে জন সভা শেষে ঢাকায় ফেরার পথে ভৈরব রেলওয়ে স্টেশনের ভিআইপি বিশ্রাম রুমে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ভৈরবের জনগণের ১০টি দাবির মধ্যে ৯টি দাবি পূরণ করা হয়েছে। শুধুমাত্র একটি দাবি বাকি রয়েছে সেটা হল ভৈরবকে জেলা ঘোষণার দাবি। প্রাণের সে দাবিটি আগামী নির্বাচনে পরবর্তী সময়ে পূরণ হবে বলে তিনি জানান।  

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্য ভৈরব রেলওয়ে স্টেশনে আন্তঃনগর জয়ন্তিকা ও উপকুল এক্সপ্রেসসহ ঢাকা- চট্রগ্রামগামী গুরুত্বপূর্ণ ট্রেনের বিরতিসহ আসন সংখ্যা বৃদ্ধি করা হবে বলে তিনি জানান ।

এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সুলায়মান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব সাখাওয়াত হোসেন মোল্লা প্রমুখ।

উল্লেখ্য যে, গত ২ নভেম্বর ভৈরব নাগরিক সমাজ আয়োজনে ভৈরব জেলা বাস্তবায়নসহ বাইপাস কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এতে সর্বস্তরের লোকজন উপস্থিত হয়ে মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করে।

এ সমাবেশে ভৈরবের জনগণের ৩টি দাবি সরকারের কাছে তুলে ধরেন। দাবিগুলি হল ভৈরবকে ৬৫ তম জেলা ঘোষণা করতে হবে, ভৈরব থেকে কিশোরগঞ্জ রেলপথে বাইপাস কার্যক্রম বন্ধ করাসহ ভৈরব রেলওয়ে স্টেশনে আন্তঃনগর জয়ন্তিকা ও উপকুল এক্সপ্রেস টেনের যাত্রা বিরতিসহ সকল বিরতির ট্রেনগুলির আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। এ সব দাবি পূরণে সমাবেশে আন্দোলনকারী তিনদিনের আল্টিমেটাম দিয়েছিল। 


 

Bootstrap Image Preview