Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সমাবেশের পাশাপাশি দর্শনীয়স্থানগুলোতেও উপচে পড়া ভিড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১১:৪০ AM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১১:৫০ AM

bdmorning Image Preview


ঢাকার বাহির থেকে শোকরানা মাহফিলে অংশ নিতে আসাদের নজর কেড়েছে শাহবাগের দর্শনীয় স্থান গুলো। শোকরানা মাহফিলে অংশ নেওয়ার পাশাপাশি আশে পাশের দর্শনীয় স্থান গুলো পরিদর্শন করছেন আলেমরা।

শাহবাগে জাতীয় যাদুঘরে লক্ষ করা গেছে উপচে পড়া ভিড়। সাভার থেকে এসেছেন প্রায় ২০০ জন। তাদের মধ্যে কিছু মানুষ সমাবেশস্থলে প্রবেশ করলেও অধিকাংশই আশপাশের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করছেন।

জাতীয় যাদুঘরে প্রবেশের অপেক্ষায় থাকাদের একজন মো: মামুনোর রহমান। জানতে চাইলে তিনি বিডিমর্নিংকে বলেন, সমাবেশেই এসেছি, এখন যাদুঘরে একটু ঘুরতে আসছি।আমাদের অনেকেই সমাবেশে প্রবেশ করেছে।

কুয়াকাটা থেকে এসছে ৯০০ জন। সমাবেশস্থলে কেনো যাচ্ছেন না কেন জানতে চাইলে তাদের একজন বলেন, আমরা ভোরেই আসেছি। ভেতরে পযাপ্ত জায়গা নেই তাই যাদুঘরে ঘুরতে আসলাম।

যাদুঘরের দায়িত্বরত পাবলিক এডুকেশন ডিপার্টমেন্টের কিপার ড. শিহাব শাহরিয়ার বিডিমর্নিংকে বলেন, আমাদের এখানে যারা প্রবেশ করছে তারা দর্শক হিসেবেই প্রবেশ করছেন। টিকেট ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সমাবেশের বিষয়টা অবগত রয়েছি, আমরা সর্বোচ্চ নিরাপত্বা দিচ্ছি।

যাদুঘরের গ্যালারীসহ বিভিন্ন স্থানে ব্যাপক নিরাপত্বা দেয়া হচ্ছে জানিয়ে  ড. শিহাব বিডিমর্নিংকে বলেন, আমাদের শতাধিক নিরাপত্বাকর্মীসহ গোয়েন্দাবাহিনীর নজরদারিও করা হচ্ছে। যাতে বিশৃংঙ্খলা না হতে পারে। এছাড়া কোনো নিদর্শন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও কঠোর দৃষ্টি রাখা হচ্ছে।

তিনি আরো বলেন, টিকেট ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আমরা পুরো বিষয়টা খুব সতর্কভাবে নজরদারি করে যাচ্ছি।

Bootstrap Image Preview