Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহানুভবতার পরিচয় দিলেন মেয়র মিন্টু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১০:৫৩ AM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১০:৫৩ AM

bdmorning Image Preview


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি: 

পড়ালেখার দায়িত্ব নেওয়া রাদিয়া সুলতানা ঝুমুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য টাকা দিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।

গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ পৌরসভা ভবনে রাদিয়া সুলতানা ঝুমুর হাতে ভর্তির টাকা তুলে দেন মেয়র মিন্টু। ঝুমু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার তথ্য বিজ্ঞান বিষয়ে মেধা তালিকায় স্থান পেয়েছে।

গত বছরের নভেম্বর মাসে ঝুমুর পিতা রফিকুল ইসলাম কিডনী রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর পর অসহায় হয়ে পড়েন রফিকুলের স্ত্রী রওশন আরা। কলেজ পড়–য়া দুই মেয়ের পড়ালেখা কিভাবে হবে এ নিয়ে ফেসবুক ও পত্রপত্রিকায় লেখালেখি হলে এগিয়ে আসেন ঝিনাইদহ পৌরসভার মেয়র মিন্টু। তিনি মেয়ে দুইটির পড়ালেখার সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।

সেই থেকে রাদিয়া সুলতানা ঝুমু ও তার বড় বোন রায়হেনা সুলতানা রুমুর বই কেনা, কোচিং ফি, ফরম পূরণ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা দিয়ে মহানুভবতার পরিচয় দিয়ে আসছেন মেয়র সাইদুল করিম মিন্টু।

Bootstrap Image Preview