Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শোকরানা মাহফিলে আসতে শুরু করেছেন আলেমরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৯:৫৬ AM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১০:০২ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কওমি সনদের সরকারি স্বীকৃতি বিল জাতীয় সংসদে পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ সংবর্ধনা দিচ্ছে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই শোকরানা মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠোনে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি।

এদিকে ফজরের নামাজের পর থেকেই মাহফিল সফল করতে দলে দলে যোগ দিতে দেখা যাচ্ছে কওমি শিক্ষার্থী-আলেম ওলামাদের। ভোর থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে যাত্রা করতে দেখা গেছে তাদের। 

অন্যদিকে রাজধানীতে এ বড় সমাবেশকে সামনে রেখে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এছাড়া আজকের পূর্বনির্ধারিত জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ জানান, কওমি ছাত্র জনতার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা কওমি সনদের সরকারি স্বীকৃতি বিল জাতীয় সংসদে পাস করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী প্রশংসিত ও সম্মানীত হয়েছেন। এ জন্য আজ সোহরাওয়ার্দী উদ্যানে আপামর জনতার মাহফিল অনুষ্ঠিত হবে। এটি শোকরানা মাহফিল।

এদিকে শোকরানা মাহফিলের বিষয়ে আল্লামা মাসঊদ বলেন, ‘এটি নির্বাচনী সমাবেশ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার জন্য নজীরবিহীন একটি কাজ করেছেন। যা ইতোপূর্বে কেউই করেনি। আমরা তাকে শুকরিয়া জানাতেই একত্র হবো।’

এক সময় সরকারের বিরুদ্ধে শাপলা চত্বরে অবস্থান নেয়া হেফাজতে ইসলাম এখন পক্ষে আসার বিষয়ে আল্লামা মাসঊদ বলেন, ‘হেফাজতে ইসলাম সরকারের বিরুদ্ধে ছিল না। শাপলা চত্বরে আমাদের দাবি সরকারের কাছে পেশ করেছিল। আর এখন তো অনেক বড় একটি কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। কওমি মাদরাসা স্বীকৃতি প্রদান, আইন পাস করানো ছোট কোনো বিষয় নয়। এটা নজীরবিহীন।’

Bootstrap Image Preview