Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে জেলহত্যা দিবস পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ১০:৩০ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ১০:৩০ PM

bdmorning Image Preview


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) বিকাল এ উপলক্ষে চারটায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা ১৯৭৫ সালে ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে জেলে হত্যা করেছিল। দেশে আজও অশুভ শক্তির প্রেতাত্মারা বেঁচে আছে। তাদের অশুভ শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা চালিয়েছে, তারা থেমে নেই। প্রয়াত রাষ্ট্রপ্রতি আলহাজ্ব জিল্লুর রহমানের সহধর্মিনী শহীদ আইভীর রহমানকে হত্যা করেছেন সেই প্রেতাত্মারা। সেই দিনও প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্ঠা করেছিল তারা। আগামী নির্বাচনে নৌকার বিজয়ের মাধ্যমে তাদের জবাব দিতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সোলায়মান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সিরাজ উদ্দিন, সাখাওয়াত হোসেন বাবলা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে এক মিলাদ মাহফিলের মাধ্যমে চার নেতার জন্য দোয়া ও তাদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview