Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে অনলাইন সাংবাদিকদের মতবিনিময়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৯:০১ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৯:০১ PM

bdmorning Image Preview


রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার মনিরুজ্জামান মনিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত পুলিশ সুপার মনিরুজ্জামান মনিরকে ফুলেল শুভেচ্ছা জানান ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সভায় পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় মানুষ এখন সমাজে তথা দেশের ঘটে যাওয়া ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে অনলাইন নিউজ পোর্টালগুলোর মাধ্যমে জানতে পারছে। দেশের অনেক অনলাইন পোর্টাল অনেক ভালো সংবাদ পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছে।

পুলিশ সুপার আরও বলেন, মানুষ এখন অনলাইনের দিকে ঝুঁকে পড়েছেন। কারণ তাৎক্ষণিকভাবে এখন অনলাইনগুলোতে যে কোন সংবাদ সবার আগে পাওয়া যায়। অনলাইন পত্রিকাগুলোতে সংবাদের মান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সেজন্য ঠাকুরগাঁও জেলার অনলাইন সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি তারেক হোসেন, সহ-সভাপতি আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, দফতর সম্পাদক জুনাইদ কবির, অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুজ্জামান সাজু, ক্রীড়া সম্পাদক আসিফ জামান, সাংস্কৃতিক সম্পাদক আরমান হোসেন প্রমুখ।

Bootstrap Image Preview