Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে স্বাস্থ্য বিভাগের দুই কর্মচারী বছরের পর বছর অনুপস্থিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:৪১ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


মোঃ রমজান আলী, নান্দাইল, (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে স্বাস্থ্য বিভাগের দুই কর্মচারী বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে। অপরদিকে কাগজে-কলমে পদ পূরণ থাকায় উক্ত পদে নতুন কাউকে পদোন্নতি দেওয়া যাচ্ছে না।

জানা যায়, জাহাঙ্গীরপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন অনুজা রায় বণিক ও উপজেলার দরিল্লা উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট আমিনা খাতুন ছুটি ছাড়াই দীর্ঘ পাঁচ বছর কর্মস্থলে অনুপস্থিত রয়েছে।

নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মোখলেছুর রহমান জানান, বারবার চিঠি পাঠিয়েও তাঁদের কর্মস্থলে আনা সম্ভব হয়নি।

এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনুপম ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন বিনা কারণে অনুপস্থিত থাকা দুই কর্মকর্তার বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে তাঁরাই সঠিক কোনো সিদ্ধান্ত নেবেন।

Bootstrap Image Preview