Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাদের সিদ্দিকীর সভায় কামাল হোসেন থাকায় এলেন না বি চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:২২ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সভায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন উপস্থিত থাকায় আসেননি বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

৩ নভেম্বর শনিবার জেলহত্যা দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে দলীয় সভার আয়োজন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ। এ সভায় বি চৌধুরীর যোগ দেয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তিনি সেই অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন।

বি চৌধুরী না আসলেও যথাসময়ে আলোচনা সভা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন,জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, সুলতান মনসুর আহমেদ, সৈয়দ আবুল মকসুদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত হয়েছেন। সভাপতিত্ব করছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।

সমাবেশে কাদের সিদ্দিকী বলেন, সভায় বি চৌধুরীর থাকার কথা ছিল। শুক্রবার তার সঙ্গে কথা হয়েছে। তিনি তখনো বলেছিলেন তিনি আসবেন। কিন্তু আজ যখন তিনি শুনলেন যে এই সভায় সভাপতিত্ব করছেন ড. কামাল হোসেন, তখন তিনি না আসার সিদ্ধান্ত নেন।

কাদের সিদ্দিকী বলেন, আমি বি চৌধুরীর মঙ্গল কামনা করছি, তার দীর্ঘায়ু কামনা করি, তার শুভবুদ্ধির উদয় কামনা করছি।

Bootstrap Image Preview