Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৫:০৯ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৫:০৯ PM

bdmorning Image Preview


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ১২’শ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ করে উপজেলা কৃষি অফিস।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জি এম আব্দুর রউফ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ঘোড়লাশ ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান। আলোচনা সভা শেষে, সদর উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ১২’শ কৃষকদের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে সার ও এক কেজি করে সরিষা বীজ দেয়া হয়।

Bootstrap Image Preview