Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে মোকাবেলা করা হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০১:৩০ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০১:৩০ PM

bdmorning Image Preview


নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোর হাতে মোকাবেলা করবে বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (৩ নভেম্বর) রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরান কারাগারে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী ১৯৭৫ সালের কারাগারে বন্দী অবস্থায় নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতীয় চার নেতাকে স্মরণে মন্ত্রী বলেন, চার নেতাকে হত্যা করে বাঙালী জাতিকে থামিয়ে দিতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা।

জাতীয় চার নেতার একজন সৈয়দ নজরুল ইসলামের ছেলে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ সাফাউল ইসলাম বলেন, পর্দার অন্তরালের মুখোশ গুলো আমরা দেখতে চাই। তারা কারা ছিল যারা দেশের সঙ্গে বেঈমানি করেছে।

এই নৃশংস হত্যাকাণ্ডে যাদের শাস্তি এখনও হয়নি তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি দেয়ার দাবি জানান তিনি। বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার সাথে এই হত্যার সম্পর্ক রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের দিক দিয়ে আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। যদি কেহ বিশৃঙ্খলার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোর হাতে মোকাবেলা করবে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুর, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্য, জেল কর্তৃপক্ষসহ অন্যরা।

Bootstrap Image Preview