Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে বিএনপি জামায়াতের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ১২:১৫ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ১২:১৫ PM

bdmorning Image Preview


সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : 

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রোল বোমা হামলার ঘটনায় বিএনপি জামায়াতের ২ শতাধিক নেতাকর্মীকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার রাতে সয়দাবাদ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সহকারী সুজন সরকার বাদী হয়েছে বিএনপি হামায়াতের ১৩৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০/৬০ নেতাকর্মীকে আসামি করে এই মামলাটি দায়ের করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক সরকার, সাধারন সম্পাদক মওলা মেম্বর, ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সবুর, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আওয়াল, সাধারন সম্পাদক পলাশ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ভূট্রো শেখ, সাধারন সম্পাদক খাইরুল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা সয়দাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রোল বোমা হামলা চালায়। এতে ইউনিয়ন পরিষদের মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়।

এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন সয়দাবাদ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সহকারী সুজন সরকার।
 

Bootstrap Image Preview