Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বামীর পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন কাদেরের স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০১:৩২ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০১:৩২ PM

bdmorning Image Preview


কোম্পানীগঞ্জ-কবিরহাট (নোয়াখালী-৫) নির্বাচনী আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন তার স্ত্রী ইসরাতুন্নেছা কাদের।

গত মঙ্গলবার থেকে বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন তিনি। পাশাপাশি সরকারের উন্নয়ন চিত্রও তুলে ধরছেন মানুষের মাঝে। বিশেষ করে নারী ভোটারদের টানতে তিনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবু নাছের চৌধুরীর বাড়িতে প্রথম সমাবেশ করেন ইসরাতুন্নেছা।

পর্যায়ক্রমে চরপার্বতী ইউনিয়নের বি জামান উচ্চবিদ্যালয় মাঠে, সিরাজপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডে মহিলা সমাবেশ করেন তিনি। এসব সমাবেশে এলাকার নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। সমবেশে ইসরাতুন্নেছা কাদের বলেন, সমাবেশে নারীদের উপস্থিতি প্রমাণ করে শেখ হাসিনার নেতৃত্বে নারীরা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সমগ্র বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে।

নারী ভোটারদের তিনি বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থী ওবায়দুল কাদেরকে আবারও নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন। ওবায়দুল কাদেরকে নির্বাচিত করলে এ আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও নারী অগ্রযাত্রায় তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Bootstrap Image Preview