Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চলতি মাসেই হতে পারে ঘূর্ণিঝড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৯:৪৮ AM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৯:৪৯ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি বলেছে, অক্টোবর মাসের মতো নভেম্বরেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। 

বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।

সামছুদ্দিন আহমেদ বলেন, ‘বিশেষজ্ঞ কমিটির নভেম্বর মাসের পূর্বাভাস অনুযায়ী, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তি সঞ্চয় করে করে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ পরে ১০ অক্টোবর প্রবল ঘূর্ণিঝড় ‘তিতলি’তে পরিণত হয়। পরদিন এটি ভারতের উড়িষ্যা-অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে।

চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে জানিয়ে আবহাওয়া অধিদফতরের পরিচালক বলেন, ‘নভেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে এ মাসে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এ মাসে দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘নভেম্বর মাসে মৌসুমী বৃষ্টিপাতজনিত কোনো বন্যার ঝুঁকি নেই। সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে।’

সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ১৬ দশমিক ৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি। গত মাসে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে রংপুরে ৮৭ দশমিক ২ শতাংশ। এ সময়ে ঢাকায় স্বাভাবিকের চেয়ে প্রায় ৫৩ দশমিক ৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া দেশের অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থার বিষয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ সময়ে সামান্য বৃষ্টি হতে পারে।

Bootstrap Image Preview