Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংলাপের কত চিঠি পেলেন প্রধানমন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৮:১০ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৮:১০ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপে বসতে চিঠি দিয়ে আজ (১ নভেম্বর) সংলাপে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১১তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সংলাপে বসতে আরো কয়েকটি দল চিঠি দিয়েছে।

নির্বাচন বিষয়ে সংলাপে বসতে আওয়মী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ২৭ অক্টোবর শনিবার রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই চিঠি হস্তান্তর হয়।

ঐক্যফ্রন্টের পক্ষে জগলুল হায়দার আফ্রিক ও শফিউল্লাহ আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের কাছে চিঠি পৌঁছে দেন। এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও সদস্য এস এম কামাল হোসেন উপস্থিত ছিলেন।

রবিবার ৭টা ১০ মিনিটে দিকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন জাতীয় ঐক্যফ্রন্টের দুই নেতা। এরপর পৌনে ৮টার দিকে তারা চিঠি হস্তান্তর করেন। বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এম জগলুল হায়দার আফ্রিক।

২৯ অক্টোবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান প্রধানমন্ত্রী ঐক্যফ্রেন্টের সাথে বৈঠকে বসবে ১ নভেম্বর।

৩০ অক্টোবর মঙ্গলবার বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী তার দলের সাথে সংলাপে বসতে শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন। এদিন সন্ধ্যা ৬টার দিকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আব্দুর রউফ এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শেখ হাসিনাকে লেখা বি চৌধুরীর চিঠি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেন।

তারই পরিপ্রেক্ষিতে ২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় বিকল্প ধারার সাথে আলোচনায় বসার সময় নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

৩১ অক্টোবর সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্দ এরশাদ সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠান।

এরশাদের চিঠির পরিপ্রেক্ষিতে আগামী ৫ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এরশাদকে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপ চেয়ে চিঠি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ ১ নভেম্বর বৃহস্পতিবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের চিঠি গ্রহণ করেন দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

আওয়ামী লীগ অফিসে চিঠিটি নিয়ে যান সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, আব্দুল্লাহেল কাফি, বাসদ নেতা খালেকুজ্জামান লিমন ও বিপ্লবী ওয়ার্কার্স পাটি নেতা আকবর খান।

সম্প্রতি ওবায়দুল কাদের বলেছেন, শুধু ঐক্যফ্রন্ট বা যুক্তফ্রন্ট নয়, প্রধানমন্ত্রী বলেছেন, অন্যান্য দলের সাথেও সংলাপে বসতে রাজি। তবে সময় একটি ব্যাপার, সিডিউলের বিষয় আছে, তবে প্রধানমন্ত্রী আন্তরিক। এর মধ্যে সিডিউল ঘোষণা হয়ে যাবে, প্রধানমন্ত্রীর টাইট সিডিউল রয়েছে, এরই মধ্যে করতে হবে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী বলেছেন, নিবন্ধনকৃত কোন দল যদি সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে তাদের সঙ্গে সংলাপ করবেন শেখ হাসিনা।

Bootstrap Image Preview