Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৭:২৫ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৭:২৫ PM

bdmorning Image Preview


ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার ১০৬টি উপজেলার সাথে সিলেটের বিশ্বনাথ উপজেলারও শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে তিনি দেশের বিভিন্ন অঞ্চলের কয়েক শতাধিক উন্নয়নমূলক কর্মকান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।

শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিশ্বনাথ জোনাল অফিসের উদ্যোগে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনের সময় ও র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির, এজিএম নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রমজান আলী, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, জনস্বাস্থ্য উপ-সহকারী সঞ্জিত সরকার, সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের কর্মকর্তা করুনা বৈদ্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, বিশ্বনাথ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশ আলী, বিশ্বনাথ ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

Bootstrap Image Preview