Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৬:২৮ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৬:৩০ PM

bdmorning Image Preview


বাংলাদেশ সরকারের শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব শিক্ষা উন্নয়নের সাফল্য স্বরুপ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভিত বিশিষ্ট ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী রাজশাহী-১ গোদাগাড়ী তানোরের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উদ্বোধনকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ৮৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ১ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভাটোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন,  ৭৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের একাডেমিক ভবন, ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও ২ কোিিট ৫১ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত মহিশালবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন।

নতুন ভবন পাওয়া বিষয়ে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী বলেন, আমাদের স্কুলটি দীর্ঘদিন ভবনের জন্য বাঁশ খুটার ঘর তৈরী করে ছাত্রীদের লেখাপড়া করাতে হতো। আমার এমপি ওমর ফারুক চৌধুরীর নিকট ভবনের জন্য বললে তিনি এই স্কুলের একটি অনুষ্ঠানে এসে কথা দিয়েছিলেন ভবন তৈরী করে দেব। তিনি সেই কথা রেখেছেন। আমরা এতে আনন্দিত তিনি যাতে পুনরায় আমাদের সেবা করতে পারে তা আমরা মনে প্রাণে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ওমর ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শুধু দেশের নেতা নয় তিনি বিশ্বের রোল মডেল। আগামিতে তিনি পুনরায় প্রধান মন্ত্রী হলে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় দেশের সব কিছু উন্নতি হবে। গ্রাম হতে শহরে রুপান্তরিত। তাই দেশ ও নিজেদের উন্নয়নের জন্য তিনি আগামি নির্বাচনে পুনরায় নৌকার ভোট দেবার আহ্বান জানান।          

Bootstrap Image Preview