Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে ভিক্ষুদের মাঝে ভ্যান ও ছাগল বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০১:৩৯ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০১:৩৯ PM

bdmorning Image Preview


নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সরকার কর্তৃক ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মাঝে ভ্যান ও ছাগল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু উপজেলার উদনপৈয় গ্রামের জহির উদ্দিনকে ৪টি ছাগল ও সুবর্ণকুন্ডু গ্রামের শ্রী রঘু প্রামানিককে একটি ভ্যান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, ইউপি সদস্য আব্দুল মজিদ মল্লিক, আব্দুল মান্নান, জিল্লুর রহমান, মোসলেম উদ্দিন, নুরুন্নাহার, নুসরাত জাহান, রোকেয়া বেগম প্রমুখ।

এসময় শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান ভিক্ষুকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙ্গালী জাতীকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত এবং সু-শিক্ষিত করার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনঃরায় আওয়ামী লীগ সরকার গঠনের আহবান জানান। 
 

Bootstrap Image Preview