Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাঁপাইনবাবগঞ্জে জুট মিলে আগুন, ৭০ কোটি টাকার ক্ষতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১১:২৩ AM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১১:২৩ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় বেসরকারি মালিকানাধীন রাবেয়া জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত না হলেও আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৭০ কোটি টাকা বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

রাবেয়া জুট মিলের মালিক রফিকুল ইসলাম জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে হঠাৎ জুটের ইউনিটে আগুন লেগে যায়। এ সময় সেখানে থাকা কর্মচারীরা কারখানা থেকে বেরিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং অন্যান্য ইউনিটে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে অবস্থা ভয়াবহ আকার ধারণ করলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও পার্শ্ববর্তী রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের আরো চারটি ইউনিট এসে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে জুট মিলের বিপুল পরিমাণ পাটের তৈরি বস্তা, সুতলি ও মেশিনপত্র ভস্মীভূত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা বলে জানান মিল মালিক রফিকুল ইসলাম।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, আগুনের সূত্রপাত কিভাবে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তদন্তের পর জানা যাবে।

Bootstrap Image Preview