Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কোনো সংকটে বাংলাদেশের পাশে আছে ভারত: শ্রিংলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১০:২৪ AM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১০:২৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে ভারত পাশে ছিল উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বুধবার দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনের সময় তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ।

অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনারকে স্থানীয় ঐতিহ্যবাহী কুটির শিল্পের বিভিন্ন সামগ্রী উপহার দেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। শ্রিংলা এসময় মনোরঞ্জনের হাতে মন্দিরের প্রণামী তুলে দেন। 

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনারকে উপহার প্রদান করেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এ সময় এমপি মনোরঞ্জন শীল গোপালের হাতে মন্দিরের প্রণামি প্রদান করেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

এর আগে প্রাচীন স্থাপত্যশৈলীতে নির্মিত উপমহাদেশের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিক উপস্থিত ছিলেন।

এরপর দিনাজপুর শহরে রায় সাহেববাড়ি লোকনাথ মন্দির প্রাঙ্গণে ভারতের অর্থায়নে মাল্টিপারপাস কমিউনিটি হল নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় হাইকমিশনার। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, রাজ দেবোত্তর এস্টেটের পক্ষে চিত্ত ঘোষ, বীরগঞ্জ সার্কেলের এএসপি সালাহউদ্দীন আহমেদ, কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক প্রমুখ। 

Bootstrap Image Preview