Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভিডিও কল করে রাজনৈতিক কার্যালয়ের খবর নিলেন শেখ হাসিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ১০:১৪ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ১০:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভিডিও কল করে নিজের ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ের খোঁজ-খবর নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন কার্যালয়ে থাকা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা।

বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে গণবভন থেকে ধানমন্ডি কার্যালয়ে ভিডিও কল করে খোঁজ-খবর নেন তিনি।

কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন দলটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

তিনি বলেন, আমরা অফিসে বসেছিলাম, হঠাৎ করেই নেত্রী ভিডিও কল করে আমাদের খোঁজ-খবর নিলেন। নেত্রী বললেন, ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন তো আর কথা বলার জন্য তোমাদের আর আমার এখানে আসার দরকার নেই।

জানা গেছে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের সরঞ্জাম স্থাপন করা হয়েছে। অল্প কিছু দিন আগে স্থাপন করা এই সরঞ্জাম প্রাথমিকভাবে পরীক্ষা করার জন্য আজ গণবভন থেকে ভিডিও কল করেন প্রধানমন্ত্রী।

Bootstrap Image Preview