Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তান বাংলাদেশ থেকে ঔষধ ও পোশাক আমদানি করবে: আফগান রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ১০:১১ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ১০:১১ PM

bdmorning Image Preview


আফগানিস্তান বাংলাদেশ থেকে ঔষধ ও তৈরি পোশাক আমদানি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নবনযিুক্ত রাষ্ট্রদূত আব্দুল কাউয়ুম মালিকজাদ।

তিনি আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আফগান রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান। রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও দৃঢ় করার ব্যাপারে তাঁর সরকারের অব্যাহত প্রচষ্টোর কথা ব্যক্ত করেন।

আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে ঔষধ, তৈরি পোশাক আমদানি এবং আফগানিস্তানে বাংলাদশেী বিনিয়োগের ব্যাপারে তাঁর সরকাররে আগ্রহরে কথা প্রকাশ করেন।

আফগান রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদশেরে অব্যাহত উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং নির্বাচনে প্রধানমন্ত্রী ও তাঁর দলের প্রতি শুভ কামনা জ্ঞাপন করেন।

বৈঠক আফগানিস্তানের সাম্প্রতিক নির্বাচনের বিষয়েও আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং এ ব্যাপারে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

তিনি আফগান রাষ্ট্রদূতের বাংলাদেশের অবস্থানকালীন সময়রে সাফল্য কামনা ও পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Bootstrap Image Preview