Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘কাজের মেয়ে’ নিয়ে মহিলা দল নেত্রীদের হাতাহাতি-অশ্লীল গালগালাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৯:১২ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৯:১২ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতারকৃত অধ্যাপক মামুন মাহমুদকে আদালতপাড়ায় দেখতে গিয়ে ‘কাজের মেয়ে’ বলা সংঘর্ষে জড়িয়েছে জেলা মহিলা দলের দুই গ্রুপ। এসময় দলটির নেত্রীদের মধ্যে হাতাহাতি ও অশ্লীল বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। এ নিয়ে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়।

বুধবার বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কথা কাটাকাটির এক পর্যায়ে ‘কাজের মেয়ে’ বলায় সংঘর্ষে জড়িয়ে পড়েন জেলা মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার বেগম ও যুগ্ম আহ্বায়ক রহিমা শরীফ মায়া গ্রুপ। এ সময় বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এসে তাদের শান্ত করেন।

নুরুন্নাহার বেগম জানান, মামুন মাহমুদকে কোর্ট গারদে নেয়ার সময় পারভীন আক্তার, মাকসুদাসহ আমরা কয়েকজন পিছু পিছু যাচ্ছিলাম। এ সময় রহিমা শরীফ মায়া, পপিসহ কয়েকজন আমাদের মাকসুদাকে কাজের মেয়ে বলে গালি দেয়। এ নিয়ে প্রতিবাদ করেছি।

রহিমা শরীফ মায়ার দাবি, মামুন মাহমুদকে গারদে নেয়ার সময় আমরা তার পিছু পিছু যাচ্ছিলাম। এ সময় গায়েপড়ে নূরুন্নাহার আমাদের মারধরের চেষ্টা করে। এ সময় আমরাও প্রতিবাদ করলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, তুচ্ছ ঘটনায় নিজেদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। আমরা শান্ত করেছি।

কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, মামুন মাহমুদসহ ৪ জনকে সদর থানার একটি নাশকতার মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের জেলহাজতে প্রেরণ করেছেন।

Bootstrap Image Preview