Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে ইউপি চেয়ারম্যানের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:২৩ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:২৩ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, ষড়যন্ত্রমূলক অপবাদ ও অপপ্রচাররের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও প্রশাসনের নিকট লিখিত প্রতিবাদ প্রদান করা হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আত্রাই উপজেলা পরিষদ ও ৫নং বিশা ইউনিয়নের জনগণের আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, বিশা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমুল হক নাদিম, হাটকালু পাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমানসহ বক্তারা হুুশিয়ারী উচ্চরণ করে বলেন , গত ২৪ অক্টোবর একটি কুচক্রমহল উপজেলার বিশা ইউনিয়ন পরিষদের উন্নয়ন, আইন শৃঙ্খলা ভাল দেখে ঘোলা পানিতে মাছ শিকারে ষড়যন্ত্রে লিপ্ত। তাই বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার বিরুদ্ধে মৎসজীবী ও ভিক্ষুক পরিবারের চাল আত্মসাতের অপপ্রচার করায় আমি তাঁর তীব্র প্রতিবাদ ও ধীক্কার ও নিন্দা জানাচ্ছি। সাথে আইন প্রসাশনকে এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত ঘটনার সহিত জড়িত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। 

Bootstrap Image Preview