Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা চাপ সামলাতে বাংলাদেশের পাশে থাকবে বিশ্ব খাদ্য সংস্থা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ১২:১৯ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ১২:১৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্পের চাপ সামলাতে বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থার  নির্বাহী পরিচালক ডেভিড বিসলী । আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে ডেনমার্ক ও বিশ্ব খাদ্য কর্মসূচির এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ডেভিড বিসলী জনগণের আন্তরিক মনোভাব নিয়েও কথা বলেন। এ সময় রোহিঙ্গা ও স্থানীয় জনগণের উনয়নের জন্য আরও ৪ দশমিক ৬ মিলিয়ন ইউএস ডলার দেওবার ঘোষণা দেন ডেভিড বিসলী।

তিনি বলেন, গত বছর যে সংকট তৈরি হয়েছিল সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও উত্তরণ করা গেছে। তবে সহযোগিতা অব্যাহত রাখতে হবে বলেও জানান তিনি। এ সময় রোহিঙ্গাদের প্রত্যবাসনে নিরাপত্তার বিষয়টিও জোর দেন বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক।

এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে ডেনমার্কের সরকার বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন দেশটির উন্নয়নবিষয়ক মন্ত্রী উল্লা তরনাইস।

উল্লা তরনাইস বলেন, শুধু প্রত্যাবাসন নয়, রোহিঙ্গা নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে চাপ অব্যাহত রাখবে ডেনমার্ক সরকার। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে জয়েন্ট ওয়ার্কিং কমিটির ইতিবাচক সাড়াকে সাধুবাদ জানান মন্ত্রী।

Bootstrap Image Preview