Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে স্ত্রীকে দাহ্য পদার্থ নিক্ষেপের ঘটনায় স্বামী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ১০:১৮ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ১০:১৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে দাহ্য পদার্থ নিক্ষেপের ঘটনায় জড়িত রিমা খাতুনের স্বামী রাকিব হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রিমা খাতুন তার শয়ন ঘরে মাথায় চিরুনি কছিলেন। এমতাবস্থায় সে তার পিঠে আগুন জ্বলে উঠতে দেখে। তখন সে চিৎকার করলে তার পরিবারে লোকজন এসে আগুন নিভিয়ে দেয়।

পরে তাকে দগ্ধ অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এতে তার পিঠসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। বর্তমানে রিমা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় রিমার বাবা রেজাউল করিম বাদী হয়ে মঙ্গলবার বিকেলে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করে।

পরে সন্ধ্যায় নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের নেতৃত্বে উপ-পরির্দশক (এসআই) আকবার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার ফোকপাল গ্রামে অভিযান চালিয়ে রিমার স্বামী রাকিব হাসানকে গ্রেফতার করে। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview