Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শার্শায় দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও উন্নয়ন মেলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৯:১৯ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৯:২০ PM

bdmorning Image Preview


শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলায় সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এ উৎসব মেলার উদ্ধোধন করা হয়।এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শার থানার ওসি এম মশিউর রহমান ও বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানসহ প্রমুখ।

উপজেলা চত্ত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় ২০টি স্টলে বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview