Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৭:২৬ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৭:২৭ PM

bdmorning Image Preview


রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

'সৃজনে উন্নয়নে বাংলাদেশ' এ স্লোগানে কিশোরগঞ্জের ভৈরবে মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদের চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে ফিরে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তর ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

র‌্যালি শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরের কড়ইতলার মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: আনিছুজ্জামান, ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো: বাহালুল খান বাহার ,পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, ভৈরব প্রেসক্লাবের সভাপতি মো: জাকির হোসেন কাজল, গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার গোলাপ প্রমুখ।

আলোচনা সভা শেষে লাল ফিতা কেটে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।

পরে অন্যান্য অতিথির সাথে নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ মেলায় উপজেলা পর্যায়ের ১১টি স্টলে উপজেলার বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা, এনজিও, বিদ্যুৎ ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।


 

Bootstrap Image Preview