Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্কুলছাত্রীর আত্মহত্যা, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন 

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৪:৩৩ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


বখাটেদের উত্যক্ত সইতে না পেরে সাতক্ষীরায় স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।

নিহত স্কুলছাত্রী আশফিয়া খাতুন চাঁদনি (১৬) কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

মানববন্ধনে এ সময় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।

তারা এসময় স্কুল ছাত্রী আসফিয়া খাতুন আত্মহত্যায় প্ররোচনারকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি দেন এবং বলেন, ইতিমধ্যে এ ঘটনার প্রধান আসামি যুবক মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে জেলা প্রশাসক মোস্তফা কামাল আত্মহননকারী স্কুল ছাত্রী আসফিয়া খাতুনের মা জোহরা খাতুনের পুর্নবাসনের দায়িত্ব নেবেন বলে তাদের আশ্বস্ত করেন।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, শিক্ষক আব্দুল মালেকসহ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত সোমবার সকালে স্কুল ছাত্রী আশফিয়া খাতুন চাঁদনি (১৬) তার নিজ ঘরের ভিতরে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে বাগানবাড়ি গ্রামের আব্দুল গফ্ফার ও জোহরা খাতুনের কন্যা। এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মেহেদি হাসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

Bootstrap Image Preview