Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে সাংস্কৃতিক উৎসব ও মেলা উপলক্ষে উন্নয়ন র‌্যালি

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৪:১৮ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৪:১৮ PM

bdmorning Image Preview


সিলেটের বিশ্বনাথে সাংস্কৃতিক উৎসব ও মেলা উপলক্ষে উন্নয়ন র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সংস্কৃতি মন্ত্রনায়লের আয়োজনে ও বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ বিআরডিবি হল রুমের সামনে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম তালুকদার, সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সমাজ সেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল জুবায়ের, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুর রহমান, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাস ভূঁইয়া, একাডেমিক সুপার ভাইজার ফজলুল হক, সিলেট পল্লী বিদ্যুৎ-১ এর বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির, থানার এসআই সুলতাল উদ্দিন, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমুল ইসলাম, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন, ব্লাস্টের উপজেলা কো-অডিনেটর গীতা রাণী মোদকসহ বিভিন্ন ব্যাংক কর্সকর্তা, সাংস্কৃতিককর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 

Bootstrap Image Preview