Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে লোকজ মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৩:৫৭ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সৃজনে উন্নয়নে বাংরাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(৩০অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল মো. আশরাফুজ্জামান, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমুখ।

এসময় র‌্যালিতে বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দুপুরে পিঠা উৎসবের আয়োজন করা হয় এবং বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

Bootstrap Image Preview