Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় আমদানি নিষিদ্ধ ট্যাবলেটসহ বিভিন্ন পণ্য জব্দ

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০২:৩১ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০২:৩৭ PM

bdmorning Image Preview


দিনাজপুরের হিলি সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় আমদানি নিষিদ্ধ ট্যাবলেটসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি।

গতকাল সোমবার দিবাগত রাতে হিলি সীমান্তের মুহাড়া পাড়া মাঠ থেকে ট্যাবলেটসহ এসব পণ্য জব্দ করে বিজিবি।

বিজিবি হিলি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার চান মিয়া  জানান, কিছু চোরাকারবারি ভারত থেকে পন্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে বিজিবির বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে চোরাকারবারীরা বিজিবির অবস্থান টের পেয়ে দুইটি দেশী মোটরসাইকেলসহ মালামালগুলো রেখে পালিয়ে যায়।     

পরে সেখান থেকে সাড়ে ৫ লাখ পিস ভারতীয় ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার কসমেটিক্স এবং ২ টি মোটরসাইকেল জব্দ করে বিজিবি। যার মূল্য ১কোটি ৬০ লাখ টাকা।  তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। 

Bootstrap Image Preview