Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে মসজিদের মতোয়াল্লীকে বাতিল করার দাবিতে ঝাঁড়ুমিছিল

আল কারিয়া, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০১:৩৪ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০১:৩৪ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবিতে সম্পত্তির আয় ব্যয় হিসাব না দেওয়া, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে রুনিহালী নামজাদা মসজিদের মতোয়াল্লী আব্দুস সালাম (দুদু) কে মসজিদ পরিচালনা থেকে বাতিলের দাবিতে বিক্ষোভ ও ঝাঁড়– মিছিল করেছে গ্রামের শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে কুসুম্বা ইউনিয়নের রুনিহালী গ্রামে মসজিদ প্রাঙ্গণে এই বিক্ষোভ ও ঝাঁড়– মিছিল অনুষ্ঠিত হয়।

তাদের দাবি মসজিদের ১৪ বিঘা জমি থেকেও মসজিদের কোন উন্নয়ন কাজে ব্যবহার করা হয় না। আজও মসজিদের অযুখানা ও টয়লেটের বেহাল দশা। জায়গা থেকেও নতুন করে সংস্কার না করায় শুক্রবারে মুসল্লিদের জায়গা না হওয়ায় ঠিকমত নামাজ আদায় করতে পারে না মুসল্লিরা। আর এসব বিষয়ে মুসল্লিরা কথা বললে তাদের মসজিদে নামাজ পড়তে নিষেধ করে মতোয়াল্লী দুদু। 

এ বিষয়ে গ্রামবাসী আলহাজ¦ আ: জব্বার ,আ: রহমান, আছিুর রহমান ও খলিলুর রহমান জানান, মসজিদের ১৪ বিঘা জমি থাকা সত্ত্বেও মসজিদের কোন উন্নয়ন কাজে ব্যবহার করা হয় না। অথচ আশপাশের অন্যান্য মসজিদগুলোর সম্পতি না থাকা সত্ত্বেও দ্বিতল ভবন ও মানসম্মত মসজিদ নির্মাণ করেছে তারা।

অথচ ১৪ বিঘা জমি থেকে বছরে যদি ১ লাখ টাকাও আয় হয় তাহলে প্রায় ২০ বছরে ২০ লাখ টাকা গেল কোথায়? বিষয়টি সংশ্লীষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে এমন দূর্নীতিবাজ মসজিদের মতোয়াল্লীকে বাতিল করে নতুন করে নিয়োগের দাবি গ্রামবাসীদের। 

Bootstrap Image Preview