Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিবহন শ্রমিকদের নৈরাজ্যের বিরুদ্ধে সুনামগঞ্জে মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০১:২৪ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০১:২৪ PM

bdmorning Image Preview


হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধি:

পরিবহন ধর্মঘটের নামে দেশব্যাপী পরিবহন শ্রমিকদের নৈরাজ্য, সন্ত্রাস ও যাত্রী হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় যাত্রী সংহতি’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নিয়ে শ্রমিকদের নৈরাজ্যের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবহন শ্রমিকেরা ধর্মঘটের নামে সারাদেশের মানুষকে জিম্মি করে রেখেছেন। শ্রমিকেরা সড়কে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে লাঞ্ছিত ও হয়রানি করছেন। সড়কে অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দিয়েছেন। এ কারণে সিলেটের বড়লেখায় ও সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে রাস্তায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এর দায় শ্রমিকদের নিতে হবে। 

বক্তারা বলেন, শ্রমিকেরা সড়কে মানুষ হত্যার লাইসেন্স চায়। এই নৈরাজ্য চলতে দেওয়া যায় না। তাদের বর্বর কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে হবে।

যাত্রী সংহতির সংগঠক সাংবাদিক শামস শামীমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, যাত্রী সংহতির সংগঠক বিন্দু তালুকদার, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম প্রমুখ।

মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স, সাংবাদিক সমাজ, আইনজীবী সমাজ , জেলা আ’লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্ধ, লেখক-গবেষক,  পৌর নেতৃবৃন্ধ সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন মানববন্ধনে সংহতি জানিয়ে পরিবহন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান। 
 

Bootstrap Image Preview