Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত 

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ১২:৪১ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০১:১৭ PM

bdmorning Image Preview


"সৃজনে উন্নয়নে  বাংলাদেশ " এই স্লোগানের মধ্য দিয়ে গোদাগাড়ীতে দিনব্যাপি সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। 

এর আগে আজ মঙ্গলবার সকাল ১১ টায় গোদাগাড়ী উপজেলা প্রসাশনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের শহিদ ফিরোজ চত্ত্বর প্রদক্ষিণ করে শহিদ কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়ে মেলার উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রাধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক।

আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুল বাতেন,  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন সুধিজন।

পরে দিনব্যাপী সরকারের উন্নয়নে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। মেলার উপজেলা শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, বিদ্যাৎ বিভাগ, একটিবাড়ী একটি খামার প্রকল্প, উপজেলা ভূমি অফিস, স্বাস্থ্য বিভাগ, উপজেলা মহিলা বিষয়ক অফিস, উপজেলা সমাজ সেবা ও প্রকল্প বাস্তবায়ন অফিস, ইউনিয়ম ডিজিটাল সেন্টার, বন বিভাগ অধিদপ্তর মেলায় স্টল দিয়ে উন্নয়নের চিত্র তুলে ধরেন।

Bootstrap Image Preview