Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদায় বেলায় কাঁদলেন বালিয়াডাঙ্গী থানার ওসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৮:৫৪ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৮:৫৪ PM

bdmorning Image Preview


আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী প্রতিনিধি :

মাত্র ৬ মাস হলো তিনি বালিয়াডাঙ্গী থানায় যোগদান করেছেন। এরই মধ্যে হঠাৎ বদলি। তবে এই অল্প সময়ে এলাকার মানুষ তাঁকে নিজের খুব আপন করে নিয়েছিল।

বালিয়াডাঙ্গী থানার ওসির কক্ষে সোমবার দুপুরে বিদায় উপলক্ষে হাজির হয়েছিল এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের অনেকেই।

সবার উপস্থিতিতে বিদায়লগ্নে কান্না জড়িত কণ্ঠে তিনি বললেন, আমার মায়ের জন্য আপনার দোয়া করবেন। আমি যেখানেই থাকি, আপনাদের কখনও ভুলতে পারবো না।

গত ০২ এপ্রিল বালিয়াডাঙ্গী থানা থেকে বিদায় নেন ওসি মোস্তাফিজার রহমান। ওইদিন বালিয়াডাঙ্গী থানার ওসি হিসেবে যোগদান করেন এবিএম সাজেদুল ইসলাম।

এর আগের ওসি দায়িত্বকালীন সময়ে বালিয়াডাঙ্গী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অবনতি ছিল। সেই অবস্থা এখন অনেকটাই পরিবর্তন করেছেন ওসি সাজেদুল। থানায় সর্বস্তরের মানুষ গিয়ে তাদের সমস্যা নির্ভয়ে বলতে পারেন। সেবা নিতে পারেন। এমন একটা পরিবেশ ইতিমধ্যে তৈরী হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান চৌধুরী, জুলফিকার আলী, সাংবাদিক হারুন অর রশিদ, বালিয়াডাঙ্গী২৪ এর বার্তা সম্পাদক ও বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি সাংবাদিক আল মামুন জীবন সহ এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিক প্রমুখ।

বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওসিকে বিদায় সংবর্ধনা জানানো হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview