Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামী বছরও সরকারি ছুটি ২২ দিন

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৮:২১ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৮:২১ PM

bdmorning Image Preview


আগামী বছর মোট ২২ দিন সরকারি ছুটি নির্ধারণ করেছে সরকার। এই ২২ দিনের মধ্যে তিন দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০১৯ সালের এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আট দিন সরকারি ছুটিসহ ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে তিনটি ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

তবে চলতি বছরে ২২ দিন সরকারি ছুটি ছিল, যার সাত দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির মধ্যে। ২০১৭ সালে ২২ দিনে ১০ দিন এবং ২০১৬ সালে চার দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির দিনে।

সাধারণ ছুটি: ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১ লা মে ‘মে দিবস’, ১৮ মে বুদ্ধ পূর্ণিমা, ৩১ মে জুমাতুল বিদা, ৫ জুন ঈদুল ফিতর,১২ আগস্ট ঈদুল আজহা, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস, ২৩ অগাস্ট জন্মাষ্টমী, ৮ অক্টোবর দুর্গাপূজা, ১০ নভেম্বর ঈদে মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন।

নির্বাহী আদেশে ছুটি: ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২১ এপ্রিল শবে বরাত, ২ জুন শবে কদর, ৪ ও ৬ জুন ঈদুল ফিতরের আগে ও পরের দিন, ১১ ও ১৩ আগস্ট ঈদুল আজহার আগে ও পরের দিন এবং ১০ সেপ্টেম্বর আশুরা।

Bootstrap Image Preview