Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভালোবেসে প্রাসাদ-পরিবার ছাড়লেন জাপানি রাজকুমারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৭:২০ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৭:২১ PM

bdmorning Image Preview


সাধারণ একজন নাগরিককে বিয়ে করেছেন জাপানের ২৮ বছর বয়সী রাজকুমারী আয়াকো। আয়াকো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জাহাজ কোম্পানি নিপ্পন ইউজেনের কর্মকর্তা ৩২ বছরের কেই মরিয়ার সঙ্গে। এর আগে গত মে মাসে আরেক রাজকুমারী সম্রাট আকিহতোর নাতনি মাকো একইভাবে এক সাধারণ পরিবারের সন্তানকে বিয়ের ঘোষণা দিয়েছিলেন।

সোমবার সম্রাট মেইজির মাজারে আয়াকো-নিপ্পনের বিয়ে অনুষ্ঠিত হয়। আয়াকোর স্বামী কেই মোরিয়া জাহাজ পরিচালনা প্রতিষ্ঠান নিপ্পন ইউসেনের কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিয়ের পর থেকে রাজকুমারী আয়াকো তাকামোদোর নাম আয়াকো মোরিয়া।

সম্রাট আকিহিতোর প্রয়াত চাচাতো ভাই যুবরাজ তাকামাদোর তৃতীয় কন্যা রাজকুমারী আয়াকো। অন্তত তিন প্রজন্ম ধরে সাধারণ নাগরিকদের বিয়ে করার পথ উন্মুক্ত করেছে জাপানের রাজপরিবার। সম্রাট আকিহিতো ছিলেন প্রথম যুবরাজ যিনি একজন সাধারণ নাগরিককে বিয়ে করেছিলেন। সম্রাজ্ঞী মিচিকোর সঙ্গে তার দেখা হয়েছিল টেনিস কোর্টে। কিন্তু মেয়ে হয়ে রাজপরিবারের বাইরে বিয়ে করায় জাপানের আইন অনুযায়ী আয়াকোর রাজকীয় পরিচয় বিলুপ্ত হয়ে গেছে। তিনি রাজপরিবারের পারিতোষিক আর পাবেন না। শুধু জাপান সরকারের পক্ষ থেকে তাকে লাখ খানেক ডলার দেওয়া হবে।

রয়টার্স লিখেছে, জাপানের রাজপরিবারে পুরুষের সংকট দেখা দিয়েছে। সিংহাসনের উত্তরাধিকারি হিসেবে রয়েছেন হাতে গোনা কয়েকজন মাত্র সদস্য। এরা হলেন যুবরাজ নারুহিতো, তার ভাই ফুমিহিতো, তার ভাতিজা হিসাহিতো ও মাসাহিতো। যুবরাজ নারুহিতো আগামী বছর তার বাবা সম্রাট আকিহিতোর অবসরের পর সিংহাসন আরোহণ করবেন। এই অবস্থায় উত্তরাধিকার রীতির পরিবর্তন প্রত্যাশা করেছেন রাজপরিবারের সদস্যরা। কিন্তু রক্ষণশীলরা কোনও নারীকে সম্রাটের মুকুট পরতে দিতে রাজি নয়।

Bootstrap Image Preview