Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানক্ষেতে নবজাতককে রেখে পালালেন তরুণ-তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৫:৩৪ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৮:১৭ PM

bdmorning Image Preview
প্রতীকী


রমজান আলী।।

কতটুকু নির্মম হলে নিজ সন্তানকে ফেলে দেয় মা-বাবা? তার কোন উত্তর না মিললেও প্রশ্ন থেকে যায় বিবেকের কাছে। ঠিক তেমনি ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে মহাসড়কের পাশে ধান ক্ষেতে পাওয়া এক নবজাতক শিশুর জীবনে। মানুষ মানুষের জন্য। তাই উদ্ধারকৃত নবজাতক কন্যাশিশুটিকে দত্তক নিতে উৎসুক নারী-পুরুষের ভিড়।

রবিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুকে নান্দাইলের ঘোষপালা নামক এলাকায় রাস্তার পাশের ধান ক্ষেতে ফেলে যায় অজ্ঞাত দুই তরুণ-তরুণী।

ওই এলাকার আনিছুর রহমান হৃদয় (২০) নামে এক কলেজছাত্র বাড়ি ফেরার সময় দূর দেখতে পান মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত দুই তরুন-তরুণী সড়কের উপরে এসে একটি সিএনজিচালিত অটোরিকশায় চলে যাচ্ছে। পরক্ষনেই এক শিশুর কান্না শুনতে পেয়ে তার বড় ভাই মিজানকে (২৫) ডেকে এনে মোবাইলের আলোতে শিশুটিকে কাপড়বিহীন অবস্থায় দেখতে পান। পরে নিজের গায়ের শার্ট মুড়িয়ে বাচ্চাটি কোলে নিয়ে থানায় নিয়ে যান দুই ভাই।

পরে নান্দাইল মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া বাচ্চাটির চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে পেয়ে শিশুটিকে দেখতে ও দত্তক নিতে হাসপাতালে ভিড় জমায় শত শত উৎসুক নারী-পুরুষ। তবে নবজাতক বাচ্চাটির নির্মম মা-বাবার কোন তথ্য পাওয়া যায়নি।

নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ কামরুল ইসলাম মিঞা জানান, পুলিশের তত্বাবধানে মেয়ে বাচ্চাটির চিকিৎসা চলছে এবং দত্তক নিতে ইচ্ছুকদের আদালতের মাধ্যমে অনুমতি নিয়ে আসার পরামর্শ দিয়েছেন।

Bootstrap Image Preview