Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিবহন ধর্মঘট; ক্রেতা নেই শুধু দোকান সাজিয়ে বসে আছে ব্যবসায়ীরা

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:৩৩ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


টানা দুই দিনের পরিবহন ধর্মঘটে অচল শ্রীমঙ্গল। স্থবিরতা নেমেছে জনজীবনে। সড়ক পরিবহন আইন বাতিল ও ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটের দ্বিতীয় দিন আজ সোমবার ঘর থেকে বের হয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। 

এদিকে এ ধর্মঘটের বেশি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। সড়কে পণ্য পরিবহন না চলার কারণে ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ীদের কাছে পণ্য পৌঁছোতে পারছে। অন্যদিকে ব্যবসায়ীরা দোকান সাজিয়েই বসে আছেন কিন্তু ক্রেতাদের সংখ্যাও তেমন লক্ষ্য করা যায়নি।

মো. ফারুক আহমেদ নামে এক ব্যবসায়ী জানান, যানবাহন না চলার কারণে অন্যান্য দিনের মতো ব্যবসা বাণিজ্য হচ্ছে না।

এদিকে সকাল থেকে ঢাকা-সিলেট সড়কসহ বিভিন্ন সড়ক দিয়ে কোন ধরণের গণপরিবহন চলছে না। এতে ঘর থেকে বের হয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ব্যবসায়ী, অফিস, স্কুল-কলেজ ও শহরগামী মানুষ।

উপজেলার কয়েকটি গ্রামের পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মানুষদের দীর্ঘক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকেই যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যের পথে ছুটেছেন।

শেখ মো. জাকারিয়া আহমদ নামে এয়ারটেল কোম্পানি সেলস্ এক্সিকিউটিভ বলেন, চাকরির কাজে বের হয়ে গাড়ি না পেয়ে বিপাকে পড়েছি। গাজীপুর থেকে মাইজগাঁও পর্যন্ত প্রায় ৫কিলোমিটার হেঁটে এসেছি। এভাবে আর কত আমাদের দুর্ভোগ সহ্য করতে হবে।

এদিকে, গণপরিবহনের ধর্মঘট থাকায় শ্রীমঙ্গল রেলস্টেশনে ঢাকা ও সিলেটগামী মানুষের ভীড় দেখা যায়।

Bootstrap Image Preview