Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দু-একটা বিআরটিসিই যেন সোনার হরিণ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১০:৩৬ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১০:৪৪ PM

bdmorning Image Preview
ছবিঃ আবু সুফিয়ান জুয়েল


‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সংশোধনসহ আট দফা দাবিতে শ্রমিক ফেডারেশন ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। রবিবার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। পরিবহন শ্রমিকদের এই কর্মবিরতির ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীসহ সকল সারা দেশের সকাল জনসাধারণ। স্ট্যান্ডে স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে পাহারা দিয়ে গাড়ি চলতে দিচ্ছে না তারা।

রাজধানীতে বিআরটিসি'র দু-একটি বাস ছাড়া কোনো বাস চোখে পড়ছে না। এই দু-একটা বিআরটিসিই যেন সোনার হরিণ! গাড়িতে তিল পরিমাণ যায়গা নেই, তবুও যাত্রীরা যেন উঠবেই! কেউ ঝুলে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে। ভেতরে তিলঠাঁই নেই। আবার সীমিত আকারে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল চলাচল করলেও তাতেও বাধা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা।

রাজধানীর এই নাকাল অবস্থার কিছু স্থিরচিত্র তুলেছেন বিডিমর্নিং-এর ফটো সাংবাদিক আবু সুফিয়ান জুয়েল। দেখে নিই তার তোলা চিত্রগুলোঃ

গাড়ি না পেয়ে পিকআপ-এ করে যাত্রীরা কর্মস্থলে যাচ্ছেন

দু'একটা বিআরটিসি চলাচল করলেও তিল ঠাঁই জায়গাও ছিল না যাত্রীদের পদার্পণে

বিআরটিসি'র গেইটে দাঁড়িয়ে জাচ্ছেন যাত্রীরা

 

গাড়ি না পেয়ে ভ্যানেই যাত্রীদের যাত্রা

রাজধানীজুড়ে সকল পাবলিক যানবাহন বন্ধ

গাড়ির জন্য অপেক্ষমাণ যাত্রীরা

 

এদিকে রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকরা ধর্মঘটের বিষয়ে নৌমন্ত্রী শাজাহান খানকে প্রশ্ন করলে ‘কোনো মন্তব্য নয়, কোনো মন্তব্য নয়’ বলে সাংবাদিকের এড়িয়ে চলে যান তিনি।

Bootstrap Image Preview