Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি এখন বিষবৃক্ষ: ইনু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৯:০১ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৯:০৮ PM

bdmorning Image Preview


জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: 

বিএনপি এখন আর কোন দল নয়। বিএনপি এখন বাংলাদেশের রাজনীতিতে বিষ বৃক্ষ। এই বিষ বৃক্ষের দল বাংলাদেশের জন্য ভয়ংকর বলে মন্তব্য করেছেন, হাসানুল হক ইনু

আজ রবিবার বিকেল ৩টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার শাসনকাল লুটপাটের শাসনকাল। খালেদা জিয়ার শাসনকাল জঙ্গিবাদের শাসনকাল। তিনি আরও বলেন, ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের মাথা নয় লেজ। ডা. কামাল এখন খালেদা জিয়া ও তারেক রহমানকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে।

তিনি বর্তমান সরকারে উন্নয়নের কথা তুলে ধরে বলেন, শেখ হাসিনার শাসনকাল উন্নয়নের শাসনকাল। এ সরকারের আমলে দেশের অনেক রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুত দেয়া হয়েছে। আগামী দশ বছরে বিদ্যুতের ঘাটতি যেন না হয় এ জন্য পর্যাপ্ত পরিমাণের বিদ্যুত উৎপাদনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামীতে শেখ হাসিনা সরকার আবারো দরকার। অন্যথায় উন্নয়ন ধারা ব্যহত হবে। 

উপজেলা জাদের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন এমপি। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, রোকনুজ্জামান রোকন।  

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, গণসংযোগ সম্পাদক শফিকুল কবির স্বপন, সদস্য ইমদাদুল হক ও উপজেলা জাসদ নেতা জিয়াউল হক শাহীন প্রমুখ।  

Bootstrap Image Preview