Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিবহন শ্রমিকদের ধাওয়া, অল্পের জন্য ‘প্রাণে বাঁচলেন’ গৃহবধূ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৬:১৫ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৬:১৫ PM

bdmorning Image Preview


সংসদে সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে যাত্রী ও চালকদের হেনস্তা করেছেন পরিবহন শ্রমিকরা। এসময় পরিবহন শ্রমিকদের তাড়া খেয়ে পালাতে গিয়ে এক গৃহবধূকে চাপা দিতে যাচ্ছিল দূর পাল্লার একটি বাস।

আজ রবিবার সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,পরিবহন শ্রমিকদের থামানো চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাসে উঠতে যান জলি বেগম নামে ওই নারী। এসময় শ্রমিকদের চোখ ফাকি দিয়ে হঠাৎ বাসটি পালাতে গেলে ওই নারী রাস্তায় পড়ে যান। এ সময় তিনি বাসটির চাকায় পিষ্ট হতে যাচ্ছিলেন। অন্য পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। পরে তাকে অ্যাম্বু্লেন্সে করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

উল্লেখ্য, রোববার সকাল থেকে পরিবহন আইন নিয়ে ৮ দফা দাবি আদায়ের নামে রাজধানীসহ সারা দেশে পরিবহন শ্রমিকদের ডাকে ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে- ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা ও রিকশা থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে হয়রানি করা হয়েছে। এ সময় প্রাইভেটকারচালকদের মুখে কালো রঙ, পোড়া মবিল ও আলকাতরা মেখে দিচ্ছেন শ্রমিকরা। লাঞ্ছিত করা হচ্ছে সাধারণ যাত্রীদেরও। জনভোগান্তির ছবি তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ফটোসাংবাদিকরা।

রবিবার সকাল থেকে এ ধর্মঘটে গণপরিবহন বন্ধ রাখার কথা থাকলেও যাত্রাবাড়ীতে অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি চলতেও বাধা দেয়া হয়। গণমাধ্যমকেও তারা কাজ করতে দিচ্ছেন না। রাজধানীর যাত্রাবাড়ী, কাজলা, চিটাগাং রোড ও শনিরআখড়ায় এ নৈরাজ্য বেশি চলছে।

পরিবহন শ্রমিকদের আট দফা দাবি হলো-

১. সড়ক দুর্ঘটনায় মামলা জামিনযোগ্য করতে হবে।

২. শ্রমিকদের অর্থদণ্ড পাঁচ লাখ টাকা করা যাবে না।

৩. সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে।

৪. ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি করতে হবে।

৫. ওয়েটস্কেলে (ট্রাক ওজন স্কেল) জরিমানা কমানোসহ শাস্তি বাতিল করতে হবে।

৬. সড়কে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে।

৭. গাড়ির রেজিস্ট্রেশনের সময় শ্রমিকদের নিয়োগপত্র সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সত্যায়িত স্বাক্ষর থাকার ব্যবস্থা করতে হবে।

৮. সব জেলায় শ্রমিকদের ব্যাপকহারে প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে হবে এবং লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে।

Bootstrap Image Preview