Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে পরিবহন ধর্মঘট: জনসাধারণের চরম ভোগান্তি, ভাড়া দ্বিগুণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৫:১২ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৫:১২ PM

bdmorning Image Preview
ছবিঃ সাইফুল ইসলাম রুদ্র


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনায় সাজাপ্রাপ্ত বাসচালকের মুক্তির দাবিতে নরসিংদী জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রবিবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কে ধর্মঘট ঘুরু করে পরিবহন শ্রমিকেরা।

তৎকালীন ২০১১ সালে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় করা মামলায় বেপরোয়া গতিতে বাস চালানোর জন্য গত বুধবার আদালত চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরই প্রতিবাদে অন্যান্য জেলার মতো নরসিংদীতেও এ ধর্মঘট পালিত হয়।

পরিবহন ধর্মঘটের কারণে, বিশেষ করে দূরপাল্লার রুটের যাত্রীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। এ দিকে সিলেট থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের এক যাত্রি মোসা. আয়েশা আক্তার তার ছয় জন সদস্য নিয়ে ঢাকা যাওয়ার পথে নরসিংদী সাহেব প্রতাব বাসষ্ট্যান্ডে আসলে পরিবহন শ্রমিকরা তাদের গাড়ি থেকে নামিয়ে দেন। তার অসুস্থ্য মাকে নিয়ে বাসষ্ট্যান্ডে কাছাকাছি এক বাড়িতে নিয়ে মাথায় পানি দিয়ে গুরুতর অবস্থায় দেখে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

বাসচালকের সাজার প্রতিবাদ ও মুক্তির দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির ডাকে ধর্মঘট শুরু হয়েছে।

এ বিষয়ে নরসিংদী পরিবহন সমিতির সহ-সভাপতি বাছেদ মিয়া এ প্রতিবেদককে জানান, সকাল ৬টা থেকে কর্মসূচি শুরু হয়েছে। নরসিংদী জেলা থেকে ঢাকাগামী কোনো যাত্রী বা পণ্যবাহী পরিবহন ছেড়ে যায়নি।

নরসিংদী জেলার সবচেয়ে বড় বাস টার্মিনাল খাডাইরা নতুন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, গতকাল শনিবার রাতে ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড় করানো। সেখানকার অনেক যাত্রীকে স্ট্যান্ডে এসে ফিরে যেতেও দেখা গেছে।

নরসিংদী শহরের সাহেব প্রতাব মোড়ে অন্যতম বড় বাস কাউন্টরে গিয়ে দেখা যায়, সেখানে একটি বাসও নেই। তবে অনেক যাত্রী আছেন।

নরসিংদী চরাঞ্চল থেকে আসা বিল্লাল মিয়া নামের এক যাত্রী বলেন, পরিবারের ৪ জনসহ সকালে ১৫০ টাকা খরচ করে অটোরিকশায় করে নরসিংদী এসেছি নারায়ণগঞ্জে যাওয়ার জন্য। এসে দেখি বাস নেই। এখন ছোট বাচ্চা নিয়ে আবার টাকা খরচ করে ফিরে যেতে হবে।

সকাল থেকেই শহরে কোনো গণপরিবহন এবং ব্যাটারী চালিত যানবাহনও চলছে না। ব্যক্তিগত গাড়ি ব্যবহারেও কয়েক জায়গায় বাধা পাওয়ার অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে।

নরসিংদী সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী তুন্নী জানান, কলেজ থেকে ৬ কিলোমিটার দূরের শিলমান্দি এলাকা থেকে প্রতিদিন তিনি সরকারি কলেজে আসেন। কিন্তু গণপরিবহন ও থ্রিহুইলার না পাওয়ায় ক্যাম্পাসে যাওয়া নিয়ে তিনি ভীষণ চিন্তিত।

নরসিংদী শহরের জেলখানার মোড়ের বাসস্ট্যান্ডে একটি বাদশা পরিবহন কোম্পানির কাউন্টার ইনচার্জ দুলাল মিয়া বলেন, ঢাকার উদ্দেশে তাদের কোনো বাস ছেড়ে যায়নি। যেসব যাত্রী টিকিট কেটেছিলেন, তারা টাকা ফেরত নিয়েছেন।

Bootstrap Image Preview