Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চন্ডীপাশা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৩:৫১ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৩:৫২ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল ৪নং চন্ডীপাশা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন নান্দাইল চৌরাস্তা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সাবেক সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সভাপতি ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল অব: আব্দুস সালাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। কৃষকলীগকে নান্দাইল উপজেলায় একটি শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তুলতে হবে।

উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মো. হাবিবুর রহমান সেতুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এমএ সালাম, চন্ডীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র মো. আব্দুস সাত্তার ভূইয়া উজ্জল, আওয়ামী লীগ নেতা মো. সাইদুর রহমান, যুবলীগ নেতা আবু নাঈম ভূইয়া ফারুক, মিসেস তামান্না ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম সরকার, আওয়ামী লীগ নেতা হাজী মো. নাজিমুল্লাহ লিটন, আওয়ামী লীগ নেতা মো. মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সন্ধ্যা থেকে শুরু হওয়া কৃষকলীগের সম্মেলন রাত ৮টা পর্যন্ত চলে। এসময় দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক জনসাধারণ সম্মেলনের শেষ পর্যন্ত অবস্থান করে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন।

এসময় মেজর জেনারেল অব: আব্দুস সালাম দীর্ঘ বক্তব্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের জাতীয় পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

সম্মেলন শেষে সর্ব সম্মতিক্রমে মো. চাঁন মিয়াকে সভাপতি ও মো. রতন মিয়াকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ৪নং চন্ডীপাশা ইউনিয়ন কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।  

Bootstrap Image Preview