Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জোর করে মু‌খে কা‌লি মেখে দিচ্ছে অবরোধকারী শ্রমিকরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০২:৩০ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৩:০১ PM

bdmorning Image Preview


সড়ক পরিবহন আইনের ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রবিবার পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। ফলে রাজধানীসহ বিভিন্ন জায়গায় যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা যায়। কিন্তু বিশেষ প্রয়োজনে ধর্মঘটের মধ্যেও যেসকল চালকরা গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছেন তাদের জোর করে মু‌খে কা‌লি মেখে দিচ্ছে অবরোধকারী শ্রমিকরা। এই ঘটনা রাজধানীর বিভিন্ন স্থানে ঘটার খবর পাওয়া যায়। রোগিবাহী আম্বুলেন্সও বাদ যায়নি ভোগান্তি থেকে। সাধারণ মানুষ খুব শিগ্রই এই অবস্থা থেকে পরিত্রাণ চায়।

ফার্মগেট, ইন্দিরা রোড, মণিপুরি পাড়া এলাকা দিয়ে দেশ বাংলা পরিবহনের গাড়ি চলে মিরপুর ১২ নম্বর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত। এই রুটে আজ কোন গাড়ি নেই।

সকাল থেকে একই চিত্র রাজধানীর গুলিস্তান বাস ট্রামিনাল, শ্যামলী বাস ট্রামিনাল এবং মিরপুর বাস ট্রামিনাল। সকাল থেকে এই পর্যন্ত কোনো বাস এখনো বের হয়নি সড়কে।

দেশ বাংলা পরিবহন কোম্পানির চেয়ারম্যান বলেন, আমি অন্যদের কথা বলতে পারবো না কিন্তু আমার পরিহবনের সবাই কন্টাক্টের ভিত্তিতে কাজ করেন আমার কোম্পানিতে। তার জন্য কেউ যদি কাজে না এসে ধর্মঘটে অংশ গ্রহণ করে আমার তো কিছু করার নেই।

সারাদেশে পরিবহন সংকট নিয়ে কথা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ সামছুল হকের সাথে। তিনি বলেন, এই অবস্থা কেন সৃষ্টি হয়েছে? কারণ বিগত বছরগুলোতে পরিবহন শ্রমিকদের মগজে পরিবহন নেতা হওয়া, পদ পাওয়া ও চাঁদার নিয়ন্ত্রণ নেওয়ার লোভনীয় বিষয়গুলো আকর্ষণীয় হয়ে উঠেছে। এখন তারা ভয়ংকর ভাবে ধর্মঘট, সড়ক অবরোধসহ নানাভাবে জনসাধারণকে জিম্মি করে নিজেদের শক্তি প্রদর্শন করছে। এভাবে চলতে থাকলে দেশের উন্নয়নে বিশাল ক্ষতি হবে। কিন্তু সরকার তাদের কঠিনভাবে মোকাবেলা করতে পারছে না। বা চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে।

তবে এই বিষয়ে বিআরটিসির কেউ কথা বলতে রাজি হননি।

Bootstrap Image Preview