Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে সাড়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০২:২০ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০২:২০ PM

bdmorning Image Preview


টেকনাফে অভিযান চালিয়ে ৯ হাজার ৭শ' ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলী হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, শনিবার রাতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ নাজির পাড়া বিওপির হাবিলদার মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ সদর গোদার বিল এলাকার আলী হোসেন এর বসত বাড়িতে ইয়াবা লুকায়িত থাকতে পারে। উক্ত সংবাদে বর্ণিত এলাকায় টহলদল গমন করে। বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে।

এ সময় তারা ঘরের এক কোনে পুরাতন কাপড় দিয়ে বাঁধা পলিথিন দ্বারা মোড়ানো ইয়াবা ভর্তি একটি ব্যাগ দেখতে পায়। স্থানীয় লোকদের সামনে ব্যাগটি বের করে খুলে গণনা করে ২৯ লাখ ৪০ হাজার ৫শ টাকার মূল্যমানের ৯ হাজার ৭শ'৮০ পিস ইয়াবাসহ হাতে নাতে বাড়ির মালিককে আটক করতে সক্ষম হয়। 

এ সময় ব্যবহৃত ২টি মোবাইল সেটও জব্দ করা হয়। নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্য নিজ দখলে রাখার দায়ে ধৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে। উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত বক্তি হচ্ছেন, টেকনাফ সদরেরর পূর্ব গোদার বিল এলাকার মৃত মোহাম্মদ হোসেন এর ছেলে ।   

Bootstrap Image Preview