Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিবহন ধর্মঘট: ‘কোনো মন্তব্য নয়’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০১:২৪ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০১:৪৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আট দফা দাবিতে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে ভোগান্তিতে পড়ছে জনসাধারণ।

এদিকে রাজধানীসহ সারাদেশের মানুষকে চরম ভোগান্তিতে ফেলে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। যিনি কর্মসূচি ডাকা সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

সচিবালয়ের দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকরা পরিবহন শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে শাজাহান খান সাংবাদিকদের এড়িয়ে চলে যান। এরপর সাংবাদিকরা প্রশ্ন করতে করতে এগিয়ে গেলে মন্ত্রী যেতে যেতে বলেন, ‘কোনো মন্তব্য নয়।’

কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর সকাল বেলার অফিসগামী মানুষ। বিআরটিসির দু-একটি বাস ছাড়া কোনো বাস চোখে পড়ছে না ঢাকার রাস্তায়। সীমিত আকারে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল চলাচল করলেও তাতেও বাধা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা।

উল্লেখ্য, সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকরা ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। রবিবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে আগামী মঙ্গলবার ভোর পর্যন্ত। এর মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের হুমকি দিয়েছে শ্রমিকরা।  

পরিবহন শ্রমিকদের ঘোষিত আট দফ দাবি হল- সড়ক দুর্ঘটনায় মামলা জামিনযোগ্য করতে হবে, শ্রমিকদের অর্থদণ্ড পাঁচ লাখ টাকা করা যাবে না, সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে, ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী করতে হবে, ওয়েস্কেলে (ট্রাক ওজন স্কেল) জরিমানা কমানোসহ শাস্তি বাতিল করতে হবে, সড়কে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশনের সময় শ্রমিকদের নিয়োগপত্র সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সত্যায়িত স্বাক্ষর থাকার ব্যবস্থা করতে হবে, সব জেলায় শ্রমিকদের ব্যাপক হারে প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে হবে এবং লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে।

Bootstrap Image Preview